দক্ষিনদিনাজপুর

পঞ্চায়েত নির্বাচনের দিন ব্যাপক সন্ত্রাসের পর, পুনঃ নির্বাচন দক্ষিণ দিনাজপুর জেলায়

১৪ ই মে ভোট গ্রহণের দিন জেলায় জেলায় দেখা গিয়েছিল সন্ত্রাস। ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স পোড়ানো সহ গণ্ডগোল, বুথ ক্যাপচারকে কেন্দ্র করে গুলি-বোমা ও মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল দক্ষিণ দিনাজপুর জেলা। ১৪ ই মে ভোট গ্রহণের দিন বেশ কিছু বুথে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ প্রক্রিয়া। পরে নির্বাচন কমিশনের নির্দেশে অনুসারে ১৬ ই মে জেলায় জেলায় চলছে পুনঃনির্বাচন। কিন্তু এদিন দেখা গেল দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার ডিটলহাটের ৩০/২ নং বুথে আগের সন্ত্রাসকে ভুলে গিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে বলে জানা গেছে।